নিউজবাংলা ডেস্ক:

ঢাকাই ছবিতে নায়িকা হয়ে আসছেন শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া দীঘি। এতোদিন পড়াশুনার কারণে রূপালি পর্দা থেকে দূরে ছিলেন।

ইতিমধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ছবির শুটিংও শুরু হয়েছে বলে এফডিসি সূত্রে জানা গেছে।

প্রথম নায়িকা চরিত্রে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, আমি কোন ছবি করব আর কোনটা ফিরিয়ে দেব তার তার সিদ্ধান্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। বাবার ইচ্ছাতেই ছবি দুটোতে কাজ করছি।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে দেশব্যাপী পরিচিতি পাওয়া দীঘি তিনবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here