শরৎপ্রাতে

ডিঙ্গা বেয়ে বর্ষা ডিঙিয়ে
অবির্ভূত শরৎ সকাল!
ধানের ক্ষেতে দুরন্ত হাওয়া
দুর্বিনীত তাল মাতাল!
স্নিগ্ধ শান্ত শীতল সকালে
কোমল আলোর প্রক্ষেপণ!
বিধাতার সৃজন অপরূপ ভুবন
প্রকৃতির বিমোহিত আস্তরণ!
পাখীর কূজন মনে অনুরণন
সুবর্ণ সূর্যের হাসি!
ভুবন মোহন প্রকৃতির রূপ
কে না মোরা ভালোবাসি!
সোনা রোদে চিকচিক
শিশিরসিক্ত দূর্বার ডগা!
সর্পাকারে ফনা তুলে
তেজী ঝিঙার আগা!
আকাশে উড়ি সারস সারি
পাতায় মেঘের সাথে মিতালী
কাশবনে মৃদুমন্দ বয়ে
তনুমন উন্মনা খেয়ালী!
হাঁটুজলে নিবিষ্ট মনে
মাছের ধ্যানে ধবল বক!
দোয়েল-কোয়েলের শীষে
মুখরিত ধরিত্রী জাঁকজমক!
শরত সকালে কাশ চামেলী
জুঁই ফুল কুড়ানোর ধুম!
শুভ্র সৌন্দর্যে মােহিত মন
শিশিরে শেফালী অনুপম!
সকলে সকালে উনুন ঘিরে
মায়ের পিঠার আস্বাদন;
বাঙালি এ ঐতিহ্য বিশ্বে বিরল
খুঁজে পাবে না ত্রিভুবন!
প্রতি সকালে স্ত্রীর কুন্তলে
জগলু আটে কাঠ গোলাপ!
সজনীর তরে সব ফুলাধারে
ব্যাথা বেদনার মনস্তাপ!
প্রফুল্ল চিত্তে কাজের নিমিত্তে
কৃষাণ চলে সাত সকালে;
ফসলের সম্ভাবনায় বেজায় খুশী
প্রশান্তিতে তনুমন দোলে!
নানান রংয়ের মানুষের ভীড়ে
গায়ের আড়ং জমজমাট!
কুয়াশা কাটলে গোপালপুর বিলে
চলে শাপলা কুড়ানোর ঠাট!
শরৎপ্রাতে আকাশ বাতাস
দূর্বাঘাসও সৌন্দর্য বিলায়।
বাংলা বাঙ্গালীর মন উচাটন
বাউল কবি গুনগুনায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here