নিউজবাংলা ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জমিয়ত নেতা মাওলানা ওয়ালী উল্লাহ আরমান জানান, বুধবার (৩১ মার্চ) ভোরে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ইন্তেকাল করেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর হেফাজতের প্রধান উপদেষ্টা  ছিলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। তবে  হেফাজত আমির আহমদ শফীর মৃত্যুর পর  জুনায়েব বাবুনগরীর নেতৃত্বে হেফাজতের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হলে সেখানে কমিটি থেকে অনেকেই বাদ দেওয়া হয়। তাদের মধ্যে মুফতি ওয়াক্কাসকেও কোনও পদ দেওয়া হয়নি।

মাওলানা ওয়ালী উল্লাহ আরমান জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে মুফতি মুহাম্মদ ওয়াক্বাসের মরদেহ মোহাম্মদপুর বাবর রোডে আল- মারকাজুল ইসলামী তত্ত্বাবধানে গোসলের পর যশোর মণিরামপুর নিয়ে যাওয়া হবে। সেখানে তার প্রতিষ্ঠিত জামিয়া ইমদাদিয়া মাদানি নগরে তাকে দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here