হুমায়ুন কবির সোহাগ ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন হলো “স্বপ্নপূরণ”।সেবা, শান্তি, প্রসন্নতি, অগ্রগতির অঙ্গীকার শীর্ষক স্লোগানকে সামনে রেখে সংগঠনটি নানা ধরনের কর্মসূচি পালন করে থাকে বিভিন্ন গ্রামে। তারই অংশ হিসেবে ৩ ও ৪ নভেম্বর সেস্বাসেবী সংগঠন স্বপ্নপূরনের উদ্যোগে বারবাজার ও কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজে মাদ্রাসা মসজিদে বৃক্ষ রোপন করা হয়।উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বপ্নপূরন সেস্বাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব হাসান।

গ্রীন ভয়েস গ্রীন ভয়েজ সংগঠনের সদস্য তুষার,তামিম,আকমাল,আশিকসহ অনেকেই উপস্থিত ছিলেন ।এ সমায় বারবাজার কলেজ,বারবাজার হাইস্কুল,বারবাজার বালিকা বিদ্যালয়, বারবাজার পুলিশ ফাঁড়ি,আলিম মাদ্রাসা, বেলাট প্রাইমারি,গোড়ার মসজিদ হাফেজিয়া মাদ্রাসা,সাদিকপুর চেরাগ দামি মসজিদ,শমশের নগর মাধ্যমিক বিদ্যালয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ,, বঙ্গবন্ধু হাইস্কুল,উওর বেলাট মসজিদ, উওর বেলাট বারবাজার প্রাইমারি স্কুল,সাদিকপুর হাফেজিয়া মাদ্রাসা,শমশের নগর প্রাইমারি স্কুলসহ দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তার ধারে প্রায় দুই শতাধিক বনজ ও ফলজ বৃক্ষ রোপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here