হুমায়ুন কবির সোহাগ, ঝিনাইদহ:

সারা দেশের ন্যায় স্থানীয় সরকার নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর ২০২১।এই নির্বাচনের অন্তর্ভুক্ত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন। এই ইউনিয়ন গুলোর মধ্যে ইতিমধ্যে ১ নম্বার সুন্দরপুর দুর্গাপুর, ৭ নম্বার রায়গ্রাম ও ৯ নম্বার বারোবাজার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে অহিদুজ্জামান অদু,আলী হোসেন অপু ও আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংগত কারণেই এগারোটার মধ্যে আটটি ইউনিয়ন পরিষদে অন্যান্য পদের ন্যায় চেয়ারম্যান পদে ২৮ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই আটটি ইউনিয়নে মোট ২৯ জন চেয়ারম্যান প্রার্থী, যার মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলায় দলের পক্ষ থেকে বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলা হলেও তাতে সাড়া মেলেনি। এ ছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে সকল ইউনিয়নেই প্রার্থী আছেন। জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও উপজেলার নিয়ামতপুর ও কাস্টভাঙ্গা ইউনিয়নে এই দলের দুই স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের দিকে লক্ষ করলে দেখা যায়, ২ নং জামাল ইউনিয়নে নৌকার প্রার্থী হয়েছেন মোদাচ্ছের হোসেন মন্ডল, তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে নেমেছেন সলেমান বিশ্বাস, মসলেম উদ্দিন ও সেলিম রেজা। এছাড়াও ইসলামী আন্দোলন হাতপাখা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরিফুল ইসলাম। ৩ নং কোলা ইউনিয়নে এবারই প্রথম নৌকার মাঝি হয়েছেন মনোয়ার হোসেন বাদশা। দলটির বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আইয়ুব হোসেন মোল্লা, ও আলাউদ্দিন আল আজাদ। অপরদিকে রয়েছেন ইসলামী আন্দোলনের বাবলুর রহমান।৪ নং নিয়ামতপুর ইউনিয়নে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর। কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন হাবিবুর রহমান হাবিব। জাতীয় পার্টি থেকে হারুন অর রশিদ ও ইসলামী আন্দোলনের লিয়াকত আলী।৫ নং সিমলা-রোকনপুর ইউনিয়নের নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দীন, বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে আছেন রহমত আলী মালিথা। ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একই দলের নজরুল ইসলাম ঋতু(দেশের প্রথম ট্রান্সজেন্ডার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী) ও ইসলামী আন্দোলনের মাহাবুব রহমান।৮নং মালিয়াট ইউনিয়নে প্রথম বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন আজিজুল খাঁ ও স্বতন্ত্র হিসেবে শাহিনুর রহমান।১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন খান, একই দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন তরিকুল শমসের সাবু, স্বতন্ত্র হিসেবে আরও আছেন বিএনপি নেতা আবু জাফর ও ইসলামী আন্দোলনের বিল্লাল হোসেন।১১ নং রাখালগাছী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, অপরদিকে একই দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইজ্জত আলী, ইসলামী আন্দোলনের রয়েছেন আনোয়ার হোসেন।ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে আওয়ামী লীগের সর্বোচ্চ মহল থেকে কড়া বার্তা থাকলেও এই নির্বাচনে তা উপেক্ষার হিড়িক দেখা গেছে। নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের প্রার্থীদের পরাজয়ের বড় কারণ হতে পারে ‘বিদ্রোহী’ প্রার্থীরা। এতে ক্ষমতাসীন দলের তৃণমূলে বিরূপ প্রভাব পড়বে বলেও জানা যায়।কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, বিভিন্নভাবে সমঝোতার চেষ্টার পরও নির্বাচনে বিদ্রোহী দমানো সম্ভব হয়নি। অনেকেই দলের নির্দেশনা আমলে নেয়নি।আবার অনেকে ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মেম্বার পদপ্রার্থীদের নির্বাচন করতে দেয়া হয়নি। ফলে তারা গোপনে নৌকার বিপক্ষে ভোট করছেন বলেও অভিযোগ ওঠে। । তাই সার্বিক বিবেচনায় বলা যায়, কালীগঞ্জ উপজেলার ২০২১ এর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ঘরের শত্রুই বিভীষণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here