হুমায়ুন কবির সোহাগ ঝিনাইদহ প্রতিনিধি :

কালীগঞ্জের ক্রীড়াঙ্গনে লুৎফর রহমান লাড্ডু নামে একজন আছেন।তিনি ক্রীড়াপাগল, তিনি ক্রীড়া সংগঠক।কালীগঞ্জে খেলোয়াড় সৃষ্টি, ক্রীড়াবিদদের কল্যাণ, নতুন নতুন খেলোয়াড় তৈরিতে তারমধ্যে অদম্য এক আকাঙ্ক্ষা কাজ করতে দেখা যায় । এদেশের ক্রীড়াঙ্গনের উন্নতি হয় দু’ভাবে। সরকারী ও বেসরকারী পৃষ্ঠপোষকতায়। ব্যক্তিগতভাবে অনেকেই আছেন, যারা খেলাধুলাকে ভালবেসে ক্রীড়া সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হন। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যান। কালীগঞ্জের লুতফর রহমান লাড্ডু তাঁদেরই একজন। সবকিছু ছাপিয়ে ক্রীড়া সংগঠক পরিচয়কেই যিনি বড় করে দেখতে ভালবাসেন, কালীগঞ্জের সেই ক্রীড়া সংগঠক লুৎফর রহমান লাড্ডু বর্তমানে অসুস্থ।গত ৪ সেপ্টেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় তার বাম পায়ের উরুর হাড় ভেঙে যায়। তখন থেকে তিনি শয্যাশায়ী আছেন নিজ বাসায়। খেলা প্রিয় লুৎফর রহমান লাড্ডু কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রতিবেদকের সাথে আলাপচারিতায় তিনি জানান, ফুটবল খেলার সুবাদে ১৯৭৬ সালে মোবারকগঞ্জ সুগার মিলে আমি চাকরি পাই।৪০ বছর চাকরি করে অবসরে যাই।এখন আমার ধ্যান-জ্ঞান সবকিছুই খেলা কেন্দ্রিক। কালীগঞ্জে ক্রিকেটে শাহিন,বিজন,শাকিলসহ অনেক খেলোয়াড় তৈরিতে ভূমিকা রেখেছি।আবার ফুটবল খেলায় ওহিদুল ইসলাম,কায়েস,আলমগীর,কাজল, মুন্নাসহ অনেক ফুটবলারদের পৃষ্ঠপোষকতা করেছি।আমি জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক হিসেবে ২০১৪ সালে সম্মাননা স্মারক ক্রেস্ট পাই। অসুস্থ হয়ে বাসায় থাকলেও মনটা সবসময় পড়ে থাকে খেলার মাঠে।আমার এই অসুস্থতার সময় অনেকেই আমার খোঁজ নিয়েছেন এবং দেখতে এসেছেন আমি তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞ আমি ঝিনাইদহ ৪ এর জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এর প্রতি।তিনি তার শত ব্যস্ততার মাঝেও আমাকে দেখতে এসেছেন এবং ফোনে সবসময় খোঁজ খবর রাখেন। সাময়িক এই অসুস্থতাকে আমি বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিরলসভাবে ক্রীড়ার উন্নয়নে কাজ করে যেতে বদ্ধপরিকর। একসময় ঠিকই কালীগঞ্জের ক্রীড়াঙ্গনে লুৎফর রহমান লাড্ডু আরো বেশি মূল্যায়িত হবেন, এমনটাই প্রত্যাশা কালীগঞ্জের ক্রীড়াবোদ্ধাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here