হুমায়ুন কবির, ঝিনাইদহ সংবাদদাতা ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় জিহাদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ড তথা হেলায় গ্রামের জহুরুল ইসলামের ছেলে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। কালিগঞ্জ থানা পুলিশ পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। ঘাতক ট্রাকটির নাম্বার হলো ঢাকা মেট্রো ট ১৮-৩৩৯৭।ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার এসআই ইব্রাহীম হোসেন জানান, শহরের ব্যস্ততম হাসপাতাল সড়কে মুসলিম বেকারির সামনে আজ সোমবার দুপুর ১২টার দিকে একটি ইজিবাইক সাইকেল আরোহী জিহাদ হোসেনকে ধাক্কা দিলে সে চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। এলাকার লোকজনের অভিযোগ রাস্তার পাশে ইজিবাইক ষ্ট্যান্ড ও দোকানীরা রাস্তার উপর মালামাল রাখার কারনে প্রায় নিহীর পথচারীদের জীবন দিতে হয়।এ ব্যাপারে পূর্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি দায়িত্বশীলদের দৃষ্টি সম্ভব হয়নি। তাছাড়া মালবাহী ভারী যানবাহন শহরের মধ্যে প্রবেশের কোনো নিয়মনীতি না থাকায় একদিকে যেমন যানজটের সৃষ্টি হয় অন্যদিকে, মানুষের চলাচলের ঝুঁকিও অনেক বেশি বেড়ে যায়। পৌরসভা কর্তৃক শহরের প্রবেশদ্বার গুলোতে বাশের বেষ্টনী দেয়া হলেও মালবাহী ভারি ও বড় যানবহন শহরে প্রবেশ করছে প্রতিনিয়ত। তাই জনমনে প্রশ্ন উঠেছে শহর বেষ্টনীর এই বাসগুলো দেওয়ার অর্থ কি??? শহর ঘুরে লক্ষ্য করা যায়,যত্রতত্র গাড়ি পার্কিং ও দোকানদারদের মালামাল রাস্তার পাশে রাখার কারণে অবাধ চলাচল বাধাগ্রস্ত হয়। সড়ক দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here