হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ) :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে স্থানীয় সরকারের তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২৮ নভেম্বর ২০২১ তারিখ।উক্ত নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে সর্বমোট ১০৪ জন প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত ঘোষণা করেছে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস। ভোটার কর্তৃক প্রদেয় মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ বা তার থেকেও কম ভোট যদি কোনো প্রার্থী পেয়ে থাকেন সে ক্ষেত্রে তার জামানতের টাকা বাজেয়াপ্ত বলে গণ্য হবে। কালীগঞ্জ ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে কোলা,জামাল,মালিয়াট, ত্রিলোচনপুর,নিয়ামতপুর ও কাস্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের মোট ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। যথাক্রমে তারা হলেন,বাবুল হোসেন(হাতপাখা প্রতীকে ৩৬৪ ভোট),আরিফুর রহমান(হাতপাখা প্রতীকে ১২০৮ ভোট),সলেমান বিশ্বাস (ঘোড়া প্রতীকে ৮২৬ ভোট), সেলিম হোসেন (আনারস প্রতীকে ৪৯৪ ভোট), মোহাম্মদ ওয়ালিউল্লাহ(হাতপাখা প্রতীকে ৮৭২ ভোট),মাহাবুবুর রহমান (হাতপাখা প্রতীকে ৮০৯ ভোট),লিয়াকত আলী (হাতপাখা প্রতীকে ১১৫৯),হারুনঅর রশিদ (লাঙ্গল প্রতীকে ১২৬ ভোট),হাবিবুর রহমান (আনারস প্রতীকে ১২ ভোট),তরিকুল ইসলাম (আনারস প্রতীকে ৬৫৪ ভোট) ও শেখ বিল্লাল হোসেন ( হাতপাখা প্রতীকে ৪৮৩ ভোট)। এছাড়াও সাধারণ সদস্য পদে ৭২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২১ জন প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস এসকল তথ্য নিশ্চিত করে আরো জানান,১১ টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ত্রিলোচনপুর ইউনিয়নের নজরুল ইসলাম ঋতু। অপরদিকে সবচেয়ে কম ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিয়ামতপুর ইউনিয়নের রাজু আহমেদ রনির লস্কর।উল্লেখ্য,কালীগঞ্জে ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে সুন্দরপুর দুর্গাপুর, রায়গ্রাম ও বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী কোনো প্রার্থী না থাকায় ঐ ইউনিয়নগুলোতে শুধুমাত্র সাধারণ ও সংরক্ষিত মহিলা পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here