হুমায়ুন কবির, ঝিনাইদহ সংবাদদাতা :
ঝিনাইদহের কালীগঞ্জ কালীগঞ্জ থানার নতুন বাজার এলাকা থেকে ০৮/০৫/২০২১ তারিখ সকাল ৮ ঘটিকায় কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।এই অভিযানের নেতৃত্ব দেন এস আই জাকারিয়া হোসেন।

পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন বাজার এলাকা থেকে নুরুল নবী টোটন(৫০), পিতা-মৃত আরমান আলী বিশ্বাস, সাং-হেলাই, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ’কে দুই বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড তথা হেলাই গ্রামের মোল্লাপাড়ায় ওবায়দুর রহমানের ছেলে আল-বেরুনীর বাড়িতে অভিযান চালায়।সেখান থেকে ৪.৩০ লিটার লিকুইড ড্রাম এবং ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই জাকারিয়া জানান,হেলাই গ্রামের আলবেরুনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তার বাড়ি থেকে মাদক উদ্ধার হলেও সে পলাতক রয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে। হেলাই গ্রামের ওয়ার্ড কাউন্সিলর বদিউজ্জামান সাজু বলেন, সমাজ নষ্টের মূল এই মাদকের বিরুদ্ধে আমার অবস্থান। মাদক ব্যবসায়ী যেই হোক তাকে আইনের আওতায় আনার জন্য আমি অগ্রণী ভূমিকা রাখব। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিঞা বলেন, মাদকের বিরুদ্ধে কালীগঞ্জ থানার অবস্থান জিরো টলারেন্স। মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি ছাড় পাবে না।মাদকসহ আটক ব্যক্তির নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এরূপ মাদকের বিরুদ্ধে অভিযান প্রতিনিয়ত চলতে থাকবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here