হুমায়ুন কবির সোহাগ, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে রবি ২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বুধবার সকাল ১১টায় কৃষি অফিস চত্বওে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বরাবরই কৃষিবান্ধব সরকার। সরকার কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার বীজ ও সার বিতরণ করা হচ্ছে আজ। এর মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন। ভবিষ্যতেও সরকারের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে । এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো: মোহায়ামেন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, শিবলি নোমানী প্রমুখ অনুষ্ঠানের মাধ্যমে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ৯৪১০ জনকে বিনামুল্যে বীজ ও সার বিতরন ও ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here