হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি :কালীগঞ্জ উপজেলা ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক কমিটির সাধারণ সভা, পরিচিতি পর্ব এবাং করোনাকালীন ব্যাবসায়ীদের সুরক্ষায় করণীয় নিয়ে আলোচনা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত  হয়।উক্ত সাধারণ সভায় কালীগঞ্জ বাজারের সব ধরনের ব্যবসায়ী মালিকগণ উপস্থিত হন। উক্ত সভায় কমিটির আহবায়ক জনাব ইনতাদুল ইসলাম ইন্তার সভাপতিত্ত্বে  অনুষ্ঠিত  হয়।শুভেচ্ছা বক্তব্যে জনাব ইন্তা প্রথমেই কালীগঞ্জের সকল ব্যবসায়ীদের এই সভায় উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।ব্যবসায়ীদের স্বার্থরক্ষার   জন্য ব্যবসায়ীদের এই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান। তিনি বলেন, ইতিপূর্বে কালীগঞ্জে ব্যবসায়ী মালিকদের কোনো সংগঠন ছিল না।ফলে ব্যবসায়ীরা অনেক সময় নানাভাবে হয়রানি, হুমকি, চুরিসহ নানা ঘটনার শিকার হয়ে আসছে। সাংগঠনিকভাবে সংঘবদ্ধ না থাকায় প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটে চলেছে। এ সব থেকে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্যই আজকের এই প্ল্যাটফর্ম। তিনি আনন্দের সাথে ঘোষণা করেন, কালীগঞ্জ ব্যবসায়ী সমিতির স্থায়ী ভবনের জন্য সরকারের নিকট জমি চেয়ে আবেদন করা হয়েছে। তাই সকল ব্যবসায়ী মালিকদের প্রতি উদাত্ত আহবান জানান একসাথে ব্যবসায়ী এই সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার। যুগ্ম আহবায়ক জনাব শিপন তার বক্তব্যে সমিতিকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত সভায় কালীগঞ্জের প্রায় তিনশতাধিক ব্যবসায়ী মালিক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here