হুমায়ুন কবির সোহাগ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচী নিয়ে দেশী, বিদেশী এবং স্থানীয় পর্যায়ের প্রায় ২৫ টি এনজিও উপেজলা প্রশাসেনর সাথে সমন্বয় করে তাদের কাযর্ক্রম পরিচালনা করছে । তাদের মধ্যে উল্লেখেযোগ্য একটি এনজিও হলো “সোনার বাংলা ফাউন্ডেশন “।মহামারী করোনাভাইরাস শুরুর প্রথম থেকেই সোনার বাংলা ফাউন্ডেশন নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ঘরের বাইরে গেলে অবশ্যই সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহার করতে, করোনা ভাইরাসে আক্তান্ত হলে আতঙ্কিত না হয়ে কোভিড -১৯ সম্পর্কিত বিশ্ব স্বাস্থার পরামর্শ ও সরকারি নির্দেশনা মেনে চলতে কালীগঞ্জ উপজেলার জনগণকে উৎসাহিত করতে মাইকিং, পোস্টারিং, লিফলেট ও মাস্ক বিতরণ করছে ।

সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে, সি এসও-এনজিও এল্যায়েন্স ফর দি কোভিড -১৯ রেসপনস ইন ঝিনাইদহ জেলার সহযোগিতায় এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। সোনার বাংলা ফাউন্ডেশন এর পরিচালক শিবুপদ বিশ্বাস জানান, সি এস ও-এজিও এল্যায়েন্স ফর দি কোভির-১৯ রেসপনস ইন ঝিনাইদহ জেলার পক্ষে সোনার বাংলা ফাউন্ডেশন নানা কার্যক্রম পরিচালনা করছে। তারমধ্যে মানুষকে সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে আমাদের সংগঠনের পক্ষ থেকে মোঃ আশরাফুল আলম (আশরাফ) মেয়র কালীগঞ্জ পৌরসভা,মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া, অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা, জনাব মোঃ জামির হোসেন,সভাপতি কালীগঞ্জ প্রেসক্লাবে, জনাব মোঃ নয়ন খন্দকার, সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব,কে করোনা প্রতিরোধ কার্যক্রম নিয়ে অবহিত করন ও মাস্ক প্রদান করা হয়।প্রতিদিনই আমরা মাইকিং এর মাধ্যমে শহরের বিভিন্ন অলিগলি ঘুরে সচেতনতামূলক প্রচার চালাচ্ছি।আমাদের কর্মীরা লীফলেট বিতরণ করছেন। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং করা হচ্ছে। করণা মহামারীর এই সময়ে সোনার বাংলা ফাউন্ডেশন এর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here