কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপুর বাজারে আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ পথচারীর ওপর হামলা করেছে চরদিয়া দরবার শরিফের লোকজন। অবৈধভাবে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। হামলায় আহতের নাম রাজা সরদার। জানা যায়, স্থানীয় এলাকায় দরবারের ব্যবহারের জন্য রাস্তা নির্মাণ করতে রইস উদ্দিন নামের একজনের জমি দখল করে নেয় দরবারের লোকেরা। এর প্রতিবাদ করতে গেলে তাদের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় দরবারের লোকজন। ঐ এলাকার রাজা সরদার এর প্রতিবাদ করতে গেলে তার ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় হাতুড়ি, রড, রামদা দিয়ে এলোপাতাড়ি মেরে আহত করে রাজাকে। পরবর্তীতে অস্ত্র হাতে সারা গ্রামে মহড়া দেয় সন্ত্রাসীরা। ভুক্তভোগী রাজা সরদার জানান, অন্যায়ভাবে বাড়ি ভাংচুরের প্রতিবাদ করতে গেলে চরদিয়া দরবারের সালাম, কালাম, সুজনসহ দশ বারোজন সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। তারা রামদা, রড ও হাতুড়ি দিয়ে আমাকে এলোপাতাড়ি মেরে আহত করেছে। আমি এ বিষয়ে থানায় মামলা করেছি। আশা করি  প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।। ইতোপূর্বে অবৈধভাবে হিসনা নদী ভরাট করে রাস্তা নির্মাণ করে আসছিল দরবারের লোকজন। এছাড়াও দরবারের লোকজন স্থানীয় গ্রামবাসীর উপর বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। তাদের ভয়ে স্থানীয়রা কেউই কিছু বলতে পারে না। অন্যের জমি জোর করে দখল করে নেওয়ারও অভিযোগ রয়েছে দরবারের বিরুদ্ধে। গত ১৮ই মার্চ স্থানীয় বাজারের এক দোকানদারকে হাতুড়িপেটায় মারাত্মক আহত করেছিল দরবারের কতিপয় উগ্র লোকজন।এ বিষয়ে মামলা এখনো বিচারাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here