নিউজবাংলা ডেস্ক:

কোভিড-১৯ রোধে কাজ করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস হোম কোয়ারেন্টিনে রয়েছেন। করোনা শনাক্ত হওয়া ব্যক্তি তার সংস্পর্শে এসেছিলেন। এ কারণে গেবরিয়াসুস স্বেচ্ছা কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন।

রোববার এক টুইটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক নিজেই এমনটি জানিয়েছেন।

তার মধ্যে করোনা উপসর্গের কোনো লক্ষণ দেখা যায়নি এবং তিনি ভালো আছেন বলে জানিয়েছেন।

টুইটে গেবরিয়াসুস বলেন, কোভিড-১৯ পজিটিভ আসা এক ব্যক্তির সংস্পর্শে ছিলাম আমি। আমি ভালো আছি, কোনো উপসর্গও নেই। ডব্লিউএইচওর গাইড লাইন মেনে আসছে কিছু দিন স্বেচ্ছা-কোয়ারেন্টিনে থাকব। আর বাড়ি থেকে কাজ করব।

তিনি আরও বলেন, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব। সঠিক দিকনির্দেশনা মেনে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করব, স্বাস্থ্য খাতকে রক্ষা করব।

দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির লড়াইয়ের উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এ মহামারীতে বিশ্বব্যাপী প্রায় ১২ লাখ লোকের মৃত্যু হয়েছে।

আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে ৫ কোটি মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here