নিউজবাংলা ডেস্ক:

শিশু-কিশোর ও তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্ধুদ্ধ করতে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সেপ্টেম্বর মাস জুড়েই এই মেলা চলবে। প্রজেক্ট জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর। এজন্য বয়সভিত্তিক তিনটি গ্রুপ করা হয়েছে এবং বিজয়ীদের সনদসহ আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।

বুধবার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মেলায় অংশ নেয়ার নিয়মাবলীর মধ্যে রয়েছে- ‘ক’ (৯-১২ বছর) গ্রুপের জন্য প্রজেক্টের চিত্রসহ লিখিত ব্যাখ্যা অথবা মডেল ও লিখিত ব্যাখ্যা, ‘খ’ (১৩-১৭ বছর) গ্রুপের জন্য প্রজেক্টের চিত্রসহ লিখিত ব্যাখ্যা অথবা মডেল ও লিখিত ব্যাখ্যা এবং চিত্রসহ ভিডিও প্রেজেন্টেশন (সর্বোচ্চ ১৫ মিনিট) এবং ‘গ’ (১৮ বছর ও তদুর্ধ্ব) গ্রুপের জন্য প্রজেক্টের চিত্রসহ লিখিত ব্যাখ্যা অথবা মডেল ও লিখিত ব্যাখ্যা এবং চিত্রসহ ভিডিও প্রেজেন্টেশন (সর্বোচ্চ ১৫ মিনিট) অথবা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন (সর্বোচ্চ ১৫ মিনিট) অথবা ডকুমেন্টারি (সর্বোচ্চ ১৫ মিনিট)।

বিস্তারিত জানতে https://www.facebook.com/yrf.org/এই লিঙ্কে প্রবেশ করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here