নিউজবাংলা ডেস্ক

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটির সেন্সর ছাড়পত্র স্থগিত করেছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। এর আগে, গত ১৪ মার্চ সিনেমাটির ছাড়পত্র দেওয়া হয়েছিল।

ছাড়পত্র স্থগিতের বিষয়টি  আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তবে, ঠিক কী কারণে সিনেমাটির ছাড়পত্র স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি সেন্সরবোর্ড।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন- সেই কাহিনীই তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে।তথ্য সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ঘটনাগুলোতে কিছু অসঙ্গতি থাকায় পুনরায় বিবেচনা করে স্থগিতাদেশ দিয়েছে সেন্সরবোর্ড।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন বলেন- ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেহেতু ছবিটি, তাই অনেক সতর্কতা আমাদের নিতে হবে। এটি সেন্সর পেলেও কিছু সদস্য মনে করছেন ছবিটি আবারও দেখার প্রয়োজন। তাই আমরা পুনরায় এটির প্রদর্শনী করবো। তারপর সিদ্ধান্ত দেবো।’

শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সেলিম খান। এতে অভিনয় করেছেন শান্ত খান, দীঘি, জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে।

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সিনেমাটির মুক্তির প্রচারণা চালিয়ে আসছিল প্রযোজনা প্রতিষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here