করোনাভাইরাস মহামারির মধ্যেও দক্ষিণ কোরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল টানা আট মাস। নভেম্বরের শেষে রিজার্ভের পরিমাণে নতুন রেকর্ড গড়েছে দেশটি। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ব্যাংক অব কোরিয়ার (বিওকে) তথ্যমতে, নভেম্বর শেষে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে রেকর্ড ৪৩৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। মাত্র একমাসের ব্যবধানে তাদের রিজার্ভ বেড়েছে অন্তত ৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছরের মার্চে এক দশকের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভে সবচেয়ে বড় পতন দেখেছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু এপ্রিল থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। এরপর প্রতি মাসেই বেড়েছে জমা বৈদেশিক মুদ্রার পরিমাণ।

মূলত ফরেন সিকিউরিটির ব্যাপক বৃদ্ধির প্রভাবেই হু হু বেড়েছে দেশটির মোট রিজার্ভ।

নভেম্বর মাসের শেষে দক্ষিণ কোরিয়ার ফরেন সিকিউরিটি দাঁড়িয়েছে ৩৯৪ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা অক্টোবরের তুলনায় ১০ দশমিক ৯ বিলিয়ন ডলার বেশি এবং বর্তমান মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় ৯০ দশমিক ৪ শতাংশ।

তবে অক্টোবরের তুলনায় নভেম্বরে আমানতের পরিমাণ ১ দশমিক ১৯ বিলিয়ন কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩ বিলিয়ন ডলার।

স্বর্ণের রিজার্ভ অপরিবর্তিত রয়েছে ৪ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে।

অক্টোবর শেষে বিশ্বের নবম বৃহত্তম বৈদেশিক মুদ্রার রিজার্ভধারী দেশ ছিল দক্ষিণ কোরিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here