নিউজবাংলা ডেস্ক
বিস্ময়ে নির্বাক হয়ে অনিবার
ভেঙেছে বুকের পাঁজর কত শতবার
প্রশান্তি অন্বেষণে নিভৃত হৃদয় গহীনে
নিজেকে বিকশিত করবার সুখ প্রয়াসে,
সৃষ্টার আলিঙ্গনে অর্জিত হলো অবশেষে
এক অদৃশ্য, অতুলনীয়, বন্ধনহীন প্রেম
তাইতো অন্তরখানি অলঙ্কৃত হলো আজ
নিখাঁদ, যেন পরীক্ষিত, নিখষিত হেম।
প্রকাশিত হযেছে কবি নাসরীন রিংকুর কাব্য গ্রন্থ ‘নিকষিত হেম’।  অনবদ্য মোড়কে, প্রচ্ছদ ডিজাইনে, পরিচ্ছন্ন ছাপায় গ্রন্থটি প্রকাশ করেছে ‘সরলরেখা’। প্রচ্ছদ অঙ্কন করেছেন মাসুম বিল্লাহ।গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে ৯৫ টি কবিতা। কবিতার পরতে পরতে মাতৃভূমি, দেশপ্রেম, প্রকৃতি, নরনারীর হৃদয়রহস্য উপমা উৎপ্রেক্ষায় প্রকাশিত হয়েছে। কবি নাসরীন রিংকুর জন্ম জয়পুরহাটে। রাজশাহী বিশ্ববিদ্যালেয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর চাকরিতে যোগদান করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।বর্তমানে স্বামী, ছেলে-মেয়ে নিয়ে বাস করেন কানাডার টরেন্টোতে। প্রকৃতির রূপবৈচিত্র আর মানবপ্রেম তার কবিতার উৎস। নিকষিত হেম তার প্রথম কাব্যগ্রন্থ।
বুধবার আযোজন করা হয় ‘নিকষিত হেম’ এর প্রচারণা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন, সংগঠক,গল্পকার,ঔপন্যাসিক কবি বিদ্যুৎ জাহিদ, মানবাধিকার ও নদীবন্ধু কণ্ঠশিল্পী হুমায়রা বশির, সুরকার গীতিকার কন্ঠশিল্পী রাজা বশির, কবি সংগঠক রবিউল ইসলাম সোহেল, প্রকাশক, লেখক,কবি আজরা পারভীন সাঈদ, কবি রাণী আর্শিনা ফেরদৌস, গবেষক,প্রকাশক ও কবি নাজমুস সায়াদাত, মানবাধিকার ও নদীবন্ধু কন্ঠশিল্পী, ইব্রাহিম খলিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here