নিউজ বাংলা ডেস্কঃ 

টি২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে পোস্ট দিয়েছিলেন রাবিয়া শামসি। আতশবাজিও জ্বালিয়েছিলেন তিনি। এ অপরাধে তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন তারই স্বামী ঈষাণ মিয়া। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। উল্লেখ্য, ২৪শে অক্টোবর ক্রিকেট বিশ্বকাপে ভারতকে বহু বছর পরে পরাজিত করে চমৎকার এক বিজয় অর্জন করে পাকিস্তান। উত্তর প্রদেশের রামপুর জেলার এসপি অঙ্কিত মিত্তাল বলেছেন, ভারতীয় ক্রিকেটকে নিয়ে মজা করার কারণে একটি মামলা করা হয়েছে।

এক ব্যক্তি এই মামলা করেছেন। রামপুরের আজিমনগরের বাসিন্দা ঈষাণ মিয়া এই মামলা করেছেন তার স্ত্রীর বিরুদ্ধে।

তার স্ত্রী রাবিয়া শামসি ভারতের পরাজয়ে উল্লাস করেছিলেন। আতশবাজি জ্বালিয়েছিলেন এবং হোয়াটসঅ্যাপে পোস্ট দিয়েছিলেন। এ বিষয়ে রামপুর জেলার গাঞ্জ পুলিশ স্টেশনে ওই মামলা করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, বিয়ের পর থেকেই ওই দম্পতি আলাদা বসবাস করা শুরু করেন। রাবিয়া তার নিজের পরিবারে বসবাস করেন। তিনি তার স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করেছেন। এ নিয়ে তদন্ত অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here