প্রার্থনার দুঃখবোধ
প্রিন্স পাড়

একটি ছাইয়ের কেক হাতে জ্বলন্ত সূর্যমূখীর মতো চেয়ে থেকোনা,

আমি একটি পলাতক তারা,
সূর্যের আলো গায়ে পড়তে’ই পুড়ে ছারখার হয়ে যাই।

আরেকটু শীতলভাবে স্রেফ ভাবতে শেখো
স্বর্ণ তার খাঁটিত্ব প্রমাণ করতে গিয়ে কম পুড়েছে?

আমার মাথার উপরের আকাশের ফিতাটি,
তোমার পা-দুটো ঘুরিয়ে দেয়।

আলো সরললেখার মতো সোজা কেন!
বক্রকোণের মতো বাঁকা হয়ে, অন্তমিল নির্মাণ করতে পারেনা?

মনেহয়, তোমাকে দেখলে
গণিত মেলাতে পিথাগোরাস উপকূলে হাঁটতো না।

আচ্ছা আত্মসম্মানের আত্মিক যন্ত্রণার উপকথা শুনেছো?
‘সুখের এজেন্ট’ হওয়ার ভ্রমে ডালপালা গুটিয়ে বসে আছো কেন?

শোনো, এসব বিচ্ছিরিভাবে বুমেরাং হয়ে যাবে,

সবকিছু ফুরিয়ে এলে, ক্ষমা ছাড়া কিছু’ই থাকবে না দেয়া-নেয়ার।

২২ জুলাই ২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here