নিউজ বাংলা ডেস্কঃ 

করোনা অতিমারীর মাঝেই লাফিয়ে বাড়ছে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত ফ্রান্সে মাঙ্কিপক্সে ২ হাজার ১৭১ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশের স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঁসোয়া ব্রাউন এ তথ্য জানিয়েছেন।

ব্রাউন ফরাসি পার্লামেন্টে জানিয়েছেন, ফ্রান্স এই রোগের বিরুদ্ধে বিনামূল্যে টিকা দেয়া শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে একটি। এখনো পর্যন্ত ৪২ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে।

তিনি আরো জানান, যে পরিমাণ টিকা মজুত রয়েছে তাতে ফ্রান্সের প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষকে দেয়ার জন্য যথেষ্ট।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, বিশ্বের ৭৮টি দেশের ১৮ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে হু-র তরফে মাঙ্কিপক্সের সংক্রমণ বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য পরিস্থিতি বলে ঘোষণা করা হয়েছে। ইউরোপের আরেক দেশ স্পেনে ৩ হাজার ৭৫০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here