নিউজবাংলা ২৪ ডেস্ক: করোনাভাইরাসের এই তাণ্ডবের মধ্যেই শোনা গেল নতুন দুঃসংবাদ। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে  বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘আম্ফান’! ইতোমধ্যে এই ঘূর্ণিঝড় সৃষ্টির সত্যতা জানিয়েছে কলকাতা মৌসুম ভবন।  খবর হিন্দুস্তান টাইমস বাংলা ।

আম্ফান নামটি দিয়েছে থাইল্যান্ড। ‘আম্ফান’ ২০১৯-এর ঘূর্ণিঝড় তালিকার শেষ নাম। ‘নর্দান ইন্ডিয়ান ওশেন সাইক্লোন’-এর নামগুলো আটটি দেশ পর্যায়ক্রমে রাখে। এই পর্যায়ক্রমগুলো হল-বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সেই পর্যায়ক্রমে আট নম্বর তালিকায় শেষ নামটি হল আম্ফান।

কলকাতা মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী  বুধবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ ক্ষেত্র। যা আগামী ১৫ মে-র মধ্যে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে নিম্নচাপে পরিণত হবে। এর পর ধীরে ধীরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ১৬ মে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। এই পর্যন্ত ঝড়টির গতিমুখ থাকবে উত্তর পশ্চিম দিকে। আগামী ১৯-২০ মে পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। গতিপথ পরিবর্তন হলে ঝুঁকির মুখে পড়বে বাংলাদেশের উপকূলীয় এলাকাও।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here