১৫টি একাউন্ট বন্ধের ঘোষণা দিয়েছে টুইটারছবির কপিরাইটTWITTER
Image caption১৫টি একাউন্ট বন্ধের ঘোষণা দিয়েছে টুইটার

নিউজ বাংলা ডেস্ক: ফেসবুকের পর এবার টুইটারও জানিয়েছে, তারা বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছিল এমন ১৫টি টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে।এসব একাউন্ট সমন্বিতভাবে এই প্ল্যাটফর্মকে তাদের স্বার্থে অপব্যবহারের চেষ্টা করছিল বলে টুইটার জানিয়েছে। এক বিবৃতিতে টুইটার আরও জানিয়েছে “যেসব একাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলোর কোন কোনটি বাংলাদেশের রাষ্ট্রীয় মদতপুষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে।” উল্লেখ্য এর আগে ফেসবুক জানিয়েছিল যে ভুয়া খবর প্রচারের জন্য তারা বাংলাদেশে তাদের প্ল্যাটফর্মে ৬টি একাউন্ট এবং ৯টি পেজ বন্ধ করে দিয়েছে। ফেসবুক বলছে, এগুলোতে বাংলাদেশ সরকারের সমর্থন বিভিন্ন কনটেন্ট পোস্ট করা হচ্ছিল এবং “এর সাথে সরকার-সংশ্লিষ্ট কিছু লোকের সম্পর্ক আছে।”

বিবিসি বাংলার মতো করে বানানো ভুয়া খবরের পোস্ট
ছবির কপিরাইটNEWSROOM.FB.COM
Image captionবিবিসি বাংলার মতো করে বানানো ভুয়া খবরের পোস্ট

ফেসবুক একাউন্টগুলোর মধ্যে বিবিসি বাংলার মতো দেখতে একটি নকল একাউন্টও রয়েছে। এতে য ওয়েব ঠিকানা দেয়া হয়, তা হলো BBC-BANGLA.COM কিন্তু বিবিসি বাংলার প্রকৃত ওয়েব ঠিকানা হলো www.bbc.com/bengali

১৫টি একাউন্টের পেছনে কারা

টুইটার যে একাউন্টগুলো বন্ধ করেছে, সেগুলোর পেছনে কারা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা চলছে। এসব একাউন্টের পরিচয় টুইটার প্রকাশ করেনি। তবে টুইটার বলছে, তাদের তদন্ত অব্যাহত রয়েছে এবং তা আরও সম্প্রসারিত হচ্ছে। মোট পনেরটি একাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এসব একাউন্টের ফলোয়ারের সংখ্যা তুলনামূলকভাবে কম। বেশিরভাগ একাউন্টের ফলোয়ারের সংখ্যা ৫০ এর নীচে। তদন্ত শেষ হলে এসব একাউন্টের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে টুইটার। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here