বিশ্বকাপের জ্বর

সুজন বিশ্বাস 

 বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব,

মরুর বুকে ঘটছে অনেক অম্লমধুর দৃশ্য!

কেউবা বলে, ব্রাজিল সেরা জিতবে এবার কাপ,

সামলে নেবে অতীতকালের সাতটি গোলের চাপ।

তাদের কাছে পাঁচটি ট্রফি এবার হবে ছয়,

হেক্সা জয়ের মিশন ওদের হবেই হবে জয়।

কেউ বা আবার ওড়ায় নিশান আসমানি আর সাদা,

ভাবছে তারা উৎরে যাবে পাহাড়সম বাধা।

তাদের দলে খেলবে মেসি এটাই তাদের জোর,

ভিন্ন গ্রহের খেলার তেজে আনবে সুখের ভোর।

আবার যদি সকল ম্যাচেই পেনাল্টি পায় তবে,

কাপটি নাকি সব ছাপিয়ে রোনালদোরই হবে!

বলছে কেহ এমন কথা জোর নিয়ে খুব মুখে,

বিশ্বকাপের স্বপ্ন তারা দেখছে পরম সুখে।

বলছে কেহ, “সবাই থামো, ফুট-বলদের দল,

বন্ধ হবে উন্মাদনা দেখলে খেলার ফল।

করছ যারা নাচনকোদন এভরিবডি ফুল,

কাপটি নেবে ইউকে এবার ব্রেনটা করো কুল।”

দিন পেরিয়ে, মাস পেরিয়ে চারটি বছর পর,

সবার দেহেই উঠেছে আজ বিশ্বকাপের জ্বর।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here