ভুল বোঝা
বৈশালী ঘোষ (লুনা)..

একটু একটু করে গড়ে ওঠা
বিশ্বাসের ইমারতের মাঝে
ঘুণের প্ৰিয় বাসস্থান।
খোকলা দেহ অভিমানের চিতায় পোড়ে।
আর স্মৃতির ভষ্ম ওড়ে বাতাসে।
কালের স্রোতে কালো চাদরে ঢেকে
সযত্নে তাকে দিই স্থান।
ভেঙে নুইয়ে পড়া অসহ্য যন্ত্রনা
কুঁজ ঠেলে ওঠে।
সময়ের অজুহাতে নাপিতের খুড়ে মাথা কামানো দেখি
আর ভাবি ইঁদুর ধরেছি অংকের কলে।
ফেলে আসা সবুজ ঘাসের ওপর কাঁটা বিছিয়ে চলি ।
তাতে নিজেরই পায়ে হয়
শিশির শব্দে রক্ত ক্ষরণ….

—পশ্চিমবঙ্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here