নিউজবাংলা ডেস্ক:

জো বাইডেন শাসনভার গ্রহণের দিন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। তিনি শপথ নেয়ার মাত্র ঘণ্টাখানেক আগেই দেশটির সুপ্রিম কোর্টে বোমা হামলার হুমকিতে লোকজন সরিয়ে নিতে শুরু করেছে নিরাপত্তা বাহিনী। খবর সিএনএনের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বাড়তি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভবনের উল্টো দিকেই রয়েছে ইউএস ক্যাপিটল, যেখানে বাইডেনের শপথ অনুষ্ঠিত হবে।

এদিকে, শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ক্যাপিটলে পৌঁছেছেন জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন, নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ।

পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স, সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলও।

আর কিছুক্ষণের মধ্যেই নতুন প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here