ঢাকা: জোটে ভালো প্রার্থী পেলে আওয়ামী লীগের প্রার্থীকেও বাদ দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিহবণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে, রাজধানীর একটি হোটেলে চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুই একদিনের মধ্যে আওয়ামী লীগের এবং এক সপ্তাহের মধ্যে শরিকদকের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এজন্য কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্ট একটি সাম্প্রদায়িক জোট। তাদের আচরণ দেখে মনে হয় ঐক্যফ্রন্ট সুষ্ঠু নির্বাচন চায় না।’ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কি না এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘লেভেল প্লেইং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের।

বিএনপি লবিস্ট নিয়োগ করে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে বিদেশি ফোরামে সংশয় তৈরি করছে বলেও উল্লেখ করেন, ওবায়দুল কাদের।

এদিকে গতকাল নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হওয়ার ঘটনাকে স্থানীয় কোন্দল বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। এখানে আওয়ামী লীগকে জড়ানোটা সন্দেহজনক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here