নিউজ বাংলা ডেস্কঃ  শিক্ষামন্ত্রী ডাদীপু মনি এমপি বলেছেনশুধু ভাল ফলাফলই শিক্ষার একমাত্র উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার্থীকে মানবতানৈতিকতাদেশপ্রেমসততা ও নিষ্ঠাবান হতে হবে 
আজ শুক্রবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন 
ডাদীপু মনি বলেন,“অনেক সময় অভিযোগ পাওয়া যায় কিছু শিক্ষক শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছে নোট-গাইড বই পড়তে। এমনকি এও শোনা যায় যেশিক্ষকদের ছাপাখানার সাথে যোগ-সাজস আছে। এই দুর্নাম যেন বাংলাদেশে আর না থাকে।” 
তিনি আরও বলেন, ‘শিক্ষকরা যেন কোচিং বাণিজ্য না করেন এবং কোন শিক্ষার্থীকে যেন কোচিং করতে বাধ্য না করা হয়। আর কোচিংয়ে না আসলে কোন শিক্ষার্থীকে যেন ফেল করানো না হয়। এটি কোন শিক্ষকের কাজ হতে পারে না। শিক্ষকতা একটি মাহন পেশা।’ 
শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মোমনোয়ার হোসেন। অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুসাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিলশরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারজেলা প্রশাসক কাজী আবু তাহেরপুলিশ সুপার আব্দুল মোমেনশরীয়তপুর পৌর মেয়র মোরফিকুল ইসলাম কোতোয়ালশরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদারজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দেজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন 
জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকলেজ ছাত্র সংসদের সদস্যবৃন্দ সহ ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ও বর্তমান বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here