নিউজ বাংলা২৪ ডেস্ক: মালেয়শিয়ার স্বনামধন্য বেসরকারি সংস্থা “মাইফান্ডএ্যাকশন” গত ৪ই ডিসেম্বর ২০২০ বাংলাদেশী ছাত্র ও শ্রমিকদের মধ্যে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করে। সংস্থাটি মালেয়শিয়ার কুয়ালা লামপুর ও সেলাংগর প্রদেশের বিভিন্ন জায়গায় মরণব্যাধী করোনায় চাকরি হারানো ও আর্থিক সমস্যায় থাকা ছাত্র-শ্রমিকদের বাসায় “বক্স অব হ্যাপিনেস (খুশির বক্স) নিয়ে হাজির হয়। এই খুশির বক্সে ৩১৩২ টাকার সমমূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকায় ছিল চাল, তৈল, আটা, চিনি, লবণ, কন্ডেন্সড মিল্ক, মাল্ট চকলেট, চিলি ও সয় সস, ডারমাইসেলি, সারডাইন, ও স্মাইল প্যাক। খুশির বক্স বিতরণে অংশগ্রহণ করেন সংস্থাটির অপারেশন বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আযরি আব্দুল জলিল, ইউনিভার্সিটি পুত্রা মালেয়শিয়ায় (ইউপিএম) অধ্যয়নরত বাংলাদেশী পোস্টগ্রাজুয়েট ভলান্টিয়ার মোহাম্মদ জোহরুল ইসলাম ও আব্দুল্লাহ আল ফাহাদ, এসোমুল্লাহ বিন লোকমান, মোহাম্মদ মুসাব ও ইউপিএম আন্তর্জাতিক ছাত্র সংগঠনের সভাপতি মোহান্নাদ সালেহ। খুশির বক্স বিতরণ করায় বাংলাদেশী ছাত্র-শ্রমিকেরা সংস্থাটিকে ধন্যবাদ জানান। সংস্থাটির বাংলাদেশী ভলান্টিয়ার মোহাম্মদ জোহরুল ইসলাম বলেন, মাইফান্ডএ্যাকশন এর ধারাবাহিক বিভিন্ন প্রজেক্ট এর অংশ হিসাবেই এই জরুরী খুশির বক্স বিতরণ। সংস্থাটির অপারেশন বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আযরি আব্দুল জলিল (যিনি চ্যাপ্টার ইয়োশ ইউপিএম এর প্রেসিডেন্ট) বলেন, আপাত দৃষ্টিতে খাদ্য বিতরণ মনে হলেও তা নয়। বরং জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে হাসি উপহার দেয়া। তবে আমরা মাইফান্ডএ্যাকশন যুব উন্নয়নে ব্যাপক গুরুত্ব দেয়।
খুশির বক্স বিতরণে মিডিয়া পার্টনার হিসাবে ছিল এনটিভি ও আরটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here