নিউজবাংলা ডেস্ক: কোভিড-১৯ মহামারীর দাপট কিছুতেই কমছে না যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত শনাক্তের সংখ্যা এরই মধ্যে ৪০ লাখ ছাড়িয়ে গেছে। একই সঙ্গে করোনা আক্রান্ত হয়ে দেশটিতে সবশেষ ২৪ ঘণ্টায় এক হাজার ১০০ জন মারা গেছেন। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকা।

করোনা সংক্রমণ নতুন করে বাড়ার কারণ হিসেবে দেশটির বিশেষজ্ঞরা বলছেন লকডাউন তুলে নেয়া। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শীর্ষ অ্যালার্জি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি এস ফাউসি এক সংবাদ সম্মেলনে বলেন, লকডাউন তুলে নেয়ায় নতুন করে করোনা সংক্রমণ বিস্তার লাভ করেছে। গত মে মাসের পর দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যা রেকর্ড করেছে।

ফাউসি বলেন, আমি মোটেই দেখছি না করোনাভাইরাস চলে যাচ্ছে। এটি এতটাই শক্তিশালী যে, মানুষের মধ্যে সংক্রমণ বেড়েই চলেছে। শেষ পর্যন্ত আমরা এটির বিরুদ্ধে লড়াই করতে এবং নির্মূল করতে সক্ষম হতে পারব কিনা তা নিয়ে শঙ্কায় আছি।চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here