দীর্ঘশ্বাস 

মোঃ আব্দুল হাফিজ

অতঃপর বৃহৎ আকৃতির রাস্তা 

প্রিয়ার চুলের বিনুনির মতো সরু হয়ে গেল, 

আমি ঐ সরু রাস্তা হেঁটে দাপ্তরিক কাজে ছুটে গেলাম।

দিনরাত সব সমান হয়ে গেছে 

আমার হাতদুটো হ্যান্ড স্যানিটাইজারের গন্ধে ভরে উঠে।

রাতের পূর্ণিমা চাঁদের আলোতে 

‘লকডাউন ‘ঝলসে যায়। 

সকলেই দেখে, আমি দেখি না 

আমি দেখি শুধু অজগর সদৃশ কোন একটা অস্ত্বিত্ব, 

আমাকে তাড়িয়ে যাচ্ছে ক্রমাগত। 

বুক আছে আমার বেশ প্রসস্থ 

তবে শূন্য, এ বুকে আমি কাউকে নিতে পারিনা, 

ছুটে আসে পুত্র আমার 

কিন্তু এ বুকে গগনবিদারী দীর্ঘশ্বাস! 

চোখে ছলছলে জল খেলা করে অবিরত 

চোখের জলে ভেসে যায় সব অনুভূতি ও জমিয়ে রাখা অন্তহীন ভালোবাসা। 

বেনাপোল

২৮/০৬/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here