নিউজ বাংলা ডেস্ক:
অবশেষে একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মাদ মনসুর আহমদ।

বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সুলতান মনসুরকে শপথবাক্য পাঠ করান।

তবে গণফোরাম থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য মোকাব্বির খান ‘অনিবার্য কারণবশত’ আজ শপথ নেননি।

বুধবার গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণফোরামের নির্বাচনী প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান অনিবার্য কারণবশত বৃহস্পতিবার শপথ নেবেন না।’

যোগাযোগ করা হলে মোকাব্বির খান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ড. কামাল হোসেনের উপস্থিতিতে দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তাঁর শপথ অনুষ্ঠান কয়েক দিনের জন্য পেছানোর সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে নতুন সময়সূচি জানানোর কথা বলেন তিনি।

এ সময় মোকাব্বির দাবি করেন, ড. কামাল হোসেনসহ বৈঠকে উপস্থিত বেশিরভাগ সভাপতিমণ্ডলীর সদস্য তাঁর শপথ নেওয়ার পক্ষে রয়েছেন।

মোকাব্বির খান বলেন, ‘আমাদের নেতারা বিষয়টি নিয়ে এখন বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্য পার্টনারদের সঙ্গে আলোচনা করবেন এবং পরবর্তী সময়ে শপথ অনুষ্ঠানের নতুন সূচি ঘোষণা করা হবে।’

গত বছরের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীক নিয়ে ও সিলেট-২ থেকে মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here