বিনোদন ডেস্ক :

সব নাটকের অবসান ঘটিয়ে শেষ হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আবারও নতুন করে ক্ষমতা নিয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান। তাদের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে।
২৫ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২১) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।
সেখানে বিপুল ভোটে বিজয় ছিনিয়ে নেয় মিশা সওদাগর-জায়েদ খানের পুরো প্যানেল। তারমধ্যে দুই সভাপতি প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দেখা গেছে ১০২! এরমধ্যে মিশা সওদাগর পান ২২৭ ভোট আর মৌসুমী পান মাত্র ১২৫ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ২৮৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা পেয়েছেন মাত্র ৬৮ ভোট।
অন্যদিকে এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন অভিনেতা আলেকজান্ডার বো। তিনি কার্যনির্বাহী সদস্য পদে পেয়েছেন ৩৩৭ ভোট
সহসভাপতি পদে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ৩১১ ভোট, মাসুম পারভেজ রুবেল পেয়েছেন ২৯৩। তাদের সঙ্গে নানা শাহ পরাজিত হয়েছেন ৯৮ ভোট পেয়ে।
সহ সাধারণ সম্পাদ পদে ৭১ ভোট পাওয়া সাংকু পাঞ্জাকে হারিয়েছেন ২৮১ ভোট পাওয়া আরমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে জিতেছেন চিত্রনায়ক ইমন। তার প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মদ খালেদ আহমেদ পেয়েছেন ১০৫ ভোট।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ২৩০ ভোটে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে অভিনেতা ডন পেয়েছেন ১২২ ভোট।
কার্যকরী পরিষদ সদস্য পদে বিজয়ী ১১ জন হলেন- অঞ্জনা সুলতানা ( ৩২৪), অরুণা বিশ্বাস (৩১৫), আলীরাজ (৩৩৬), আফজাল শরীফ (২৯৩), আসিফ ইকবাল (৩১৪), আলেক জান্ডার বো (৩৩৭), জেসমিন (৩০৯), জয় চৌধুরী (৩০৩), বাপ্পারাজ (৩০১), মারুফ আকিব (২৭৩), রোজিনা (৩২০) ভোট।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরেছেন নাসরিন (১৮১), রঞ্জিতা (১২১) ও শামীম খান (চিকন আলী) (২০৩)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here