নিউজবাংলা ডেস্ক:

এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে ২৯ অক্টোবর। বিসিবির আগের যে প্ল্যান ছিল, সেটা যদি কার্যকর হতোই, তাহলে এরই মধ্যে সাকিবের একটি টেস্ট খেলা হয়ে যেত। বিসিবি সভাপতি চেয়েছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই সাকিবকে মাঠে নামাতে। যদিও শেষ পর্যন্ত সেই সফরটি স্থগিত করে দিয়েছে বিসিবি এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

বিসিবির পরিকল্পনা, সামনের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টেই সাকিবকে মাঠে ফেরানোর। নভেম্বরের মাঝামাঝি শুরু হওয়ার কথা টুর্নামেন্টটি। সে লক্ষ্যে ৯ ও ১০ নভেম্বর ক্রিকেটারদের ফিটনেস টেস্ট করার কথা জানিয়েছে বিসিবি। যেখানে শুরুতেই রাখা হয়েছে সাকিব আল হাসানের নাম। ৯ নভেম্বর তার ফিটনেস টেস্ট নেয়া হবে।

এ নিয়ে আজ মিরপুরে বিসিবিতে মিডিয়ার মুখোমুখি হন সাকিব আল হাসানের গুরু বলেই সবচেয়ে বেশি পরিচিত, কোচ সালাউদ্দিন। সেপ্টেম্বরের শুরুতে সাকিব দেশে এসে বিকেএসপিতে যে নিবিড় অনুশীলন করেছিলেন, সেখানেও তত্ত্বাবধায়ক ছিলেন কোচ সালাউদ্দিন। সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিমও।

সালাউদ্দিনকে পেয়ে মিডিয়ায় কথা বলবে আর সেখানে সাকিব প্রসঙ্গ উঠে আসবে না, তা যেন চিন্তাই করা যায় না। অবধারিতভাবেই উঠে আসলো সাকিবের ক্রিকেটে ফিরে আসার কথা। কোচ সালাউদ্দিন বললেন, ‘ভালো লাগছে যে সে আবার ক্রিকেট খেলা শুরু করবে।’

সামনেই সাকিবের ফিটনেস টেস্ট। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সাকিবের ফিটনেসের কি অবস্থা? জানতে চাইলে কোচ সালাউদ্দিন বলেন, ‘আমেরিকায় কি করেছে তা তো জানি না; কিন্তু আগে যখন ছিল তখন ফিটনেস খুব ভালো অবস্থায় ছিল। যদি আমেরিকায় ফিটনেস নিয়ে কাজ করে থাকে, আমার মনে হয় তার জন্য সুবিধা হবে ফিটনেস টেস্টে পাস করার ব্যাপারে।’

যাই হোক, প্রিয় শিষ্যের খেলায় ফিরে আসা নিয়ে কিংবা আগের উদ্যমে ফেরা নিয়ে খুব বেশি চিন্তিত নন তার শিক্ষক। কোচ সালাউদ্দিন বলেন, ‘খেলা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না, আজ হোক কাল হোক সে আগের জায়গায় ফিরে আসবে।’

সাকিব দেশে ফেরার পর তার অনুশীলন নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না? এ বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘এ নিয়ে আমার সাথে এখনো কোনো কথা হয়নি। যেহেতু এখন সে বোর্ডের অধীনে, বোর্ডের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেবে কীভাবে অনুশীলন করবে। সত্যি কথা বলতে, আমার সাথে এ বিষয়ে কোনো কথা হয়নি। সর্বশেষে ৫-৭ দিন আগে অন্য বিষয়ে কথা হয়েছে; কিন্তু খেলা নিয়ে কোনো কথা হয়নি।’

একাডেমি মাঠে কয়েক দিন ধরে ক্রিকেটারদের দেখভাল করছেন কোচ সালাউদ্দিন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মূলত তামিমের জন্য আসছি। বলতে পারেন রেগুলার চেকআপ। কী অবস্থায় আছে সেটা দেখা, খুব বেশি যে শেখানোর জন্য আসছি তা নয়। আমি যদি সামনে থেকে দেখি হয়তো আত্মবিশ্বাসটা পায় এর বেশি কিছু নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here