নিউজ বাংলা ডেস্কঃ

পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী মারচিন প্রাজাইডাচ বলেছেন, পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে মিসাইল হামলার মাধ্যমে রাশিয়া মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনকে (ন্যাটো) হুমকি দিয়েছে।

সোমবার বিবিসির সাথে সাক্ষাতকারে এই কথা বলেন তিনি।

এর আগে রোববার পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের ইয়াভোরিভে সামরিক ঘাঁটিতে মিসাইল হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

প্রাজাইডাচ বলেন, রাশিয়ার এই হামলা ‘প্রচণ্ড উসকানিমূলক।’তিনি বলেন, ‘তারা নিশ্চিতভাবেই জানতো এই সামরিক ঘাঁটি পোলিশ সীমান্তের কাছাকাছিই রয়েছে।’

পোলিশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুতরাং অবশ্যই রুশরা জানতো তারা কোথায় আঘাত করবে এবং তারা চাচ্ছিলো ন্যাটোকে হুমকি দিতে… তারা চাচ্ছিলো ন্যাটোকে হুমকির জন্য একটি বার্তা দিতে।’

তিনি বলেন, ‘আমাদের পরিচিত পৃথিবী পুতিনের ধ্বংস করতে চাওয়ার কারণে আমার দেশ ও অন্য কিছু দেশ বর্তমানে বিপদের মুখে রয়েছে।’

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here