নিউজবাংলা ডেস্ক 

ফ্লাইট, ভিসা ও আকামা সংক্রান্ত জটিলতা নিরসনে কূটনৈতিক উদ্যোগ সফলতার পর সৌদি প্রবাসীদের উদ্দেশ্য বিশেষ বার্তা প্রচার করেছে সেগুনবাগিচাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি প্রবাসী বাংলাদেশিদের শৃংখলা বজায় রাখার আহবান বিষয়ক বার্তাটি
মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো হয়। বার্তাটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
“আনন্দের বিষয় যে,দীর্ঘ দিন বন্ধ থাকার পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে পুনরায় যাওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তাদের ভিসা ঢাকাস্থ সৌদি দূতাবাসের মাধ্যমে প্রদান করতে সৌদি কর্তৃপক্ষ সম্মত হয়েছে। রবিবার থেকে সৌদি দূতাবাস খুলবে। এছাড়া ইকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। সৌদি আরবে গমনের জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকেট ইস্যু করবে। এমতাবস্থায়,সৌদি দূতাবাসের ভিসা প্রার্থীগণ এবং সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে টিকেট করতে ইচ্ছুক ব্যক্তিগণকে বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিকভাবে এসব কাজ সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here