নিউজবাংলা ডেস্ক:

উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় রোববার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তী এই অভিনেতার মৃত্যতে শোকাহত পুরো ভারত। সিনেমাপাড়া থেকে শুরু করে সেই শোকের বাতাস বইছে ভারতের রাষ্ট্রীয় ভবনেও।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় লিখেছেন, ‘শ্রী সৌমিত্র চ্যাটার্জির মৃত্যু চলচ্চিত্র, পশ্চিমবঙ্গ এবং ভারতের সাংস্কৃতিক জীবনজগতের জন্য এক বিশাল ক্ষতি। তার মৃত্যুতে স্তব্ধ আমরা সকলেই। তার পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনও প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে এক টুইট বার্তায় শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লেখেন, ‘সৌমিত্র চ্যাটার্জি একজন কিংবদন্তি। ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী স্তম্ভ। তার চলে যাওয়ায় শোকাহত আমরা সকলেই। শেষবার তার সাথে দেখা হয়েছিল কলকাতার আইএফএফআইতে।’

অভিনেত্রী রিচা চদা লিখেন, ‘সৌমিত্র চ্যাটার্জি! আপনি চিরকাল আপনার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। সিনেমাগুলোর জন্য আপনাকে ধন্যবাদ। জানি না এই যুগে এই শূন্যস্থান কখনও পূরণ হবে কিনা।’

চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর লেখেন, ‘সৌমিত্র চ্যাটার্জি মারা যাওয়ার কথা শুনে দুঃখ পেয়েছি। ট্র্যাফিক সিগন্যাল চলচ্চিত্রের জন্য ৪৪তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে তার সঙ্গে আমার কথা হয়। তিনি অসাধারণ একজন মানুষ। তার পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’

এছাড়াও সৌমিত্রের মৃত্যুতে শোক জানিয়েছেন অনিল কাপুর, অনুপম খের, দক্ষিণের সুপারস্টার মোহনলাল, মাধবনসহ আরও অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here