বিনোদন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এখন চলছে অস্কারের ৯১তম আসর। স্থানীয় সময় রোববার (২৪শে ফেব্রুয়ারি) রাত ৮টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয়েছে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ইতিমধ্যেই বেশ কয়েকটি পুরস্কার তুলে দেয়া হয়েছে বিজয়ীদের হাতে। এবার ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ ছবিতে কুইন ব্যান্ডের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ফ্রেডি মার্কারির চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনেতার অস্কার জিতেছেন রামি মালেক। তার হাতে অস্কার তুলে দেন গতবারের সেরা অভিনেতা গ্যারি ওল্ডম্যান ও সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যালিসন জেনি। এ বিভাগে রামি মালেকের প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিশ্চিয়ান বেল (ভাইস), ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), উইলেম ড্যাফো (অ্যাট এটারনিটি’স গেট), ভিগো মর্টেনসেন (গ্রিন বুক)। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কার।

এবারের অস্কারে কোনো উপস্থাপক নেই। মূল আয়োজন শুরুর আগে এক ঘণ্টা ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় পা মাড়িয়েছেন তারকারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here