ঢাকা: আগামী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আরো একধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন দিবসে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এদিকে, দিবসটি উপলক্ষ্যে শহীদ নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের কর্মীরা।
১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের মিছিলে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে রাজপথে নামে যুবলীগ নেতা নূর হোসেন। পরে জিপিও’র সামনে জিরো পয়েন্টের কাছে পুলিশের গুলিতে শহীদ হন তিনি।