নিউজ বাংলা ডেস্ক: আফগানিস্তানের তালেবান ও মার্কিন সরকারের মধ্যকার সর্বশেষ আলোচনা একদফা দাবিতে পরিণত হয়েছে। তালেবান বলেছে, আফগানিস্তান থেকে কবে ও কীভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে সে প্রশ্ন রেখেই কাতারের রাজধানী দোহায় সোমবার আলোচনা শেষ করা হয়েছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, দু পক্ষ এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করবে। জবিউল্লাহ জানান, গত মধ্যরাতের পর দীর্ঘ ও কার্যকর আলোচনা শেষ হয়। মার্কিন সরকার ও তালেবানের মধ্যে এটি ছিল অষ্টম দফা আলোচনা। তবে তিনি বৈঠকের ফলাফল সম্পর্কে বিবৃতিতে কোনো মন্তব্য করেন নি।
গত সপ্তাহে তালেবানের অন্য এক মুখপাত্র জানিয়েছিলেন, দু ’পক্ষই যেহেতু ১৮ বছরের এই সংঘাতের অবসান চায় সে কারণে আশা করা হচ্ছে এবারের আলোচনার পর একটি চুক্তি হবে। যদি কোনো চুক্তি হয় তাহলে ধারণা করা হচ্ছে তালেবান অন্য কোনো উগ্র গোষ্ঠীকে আফগানিস্তানে ঘাঁটি গড়তে না দেয়ার গ্যারান্টি দেবে।
অষ্টম রাউন্ড আলোচনার পর মার্কিন প্রতিনিধি জালমে খালিলজাদ কোনো মন্তব্য করেন নি তবে টুইটারে তিনি রোববার বলেছিলেন, “আশা করি এরপর আর আফগানিস্তানে যুদ্ধের ভেতরে ঈদ উদযাপিত হবে না।”