নিউজ বাংলা প্রতিবেদন:

মৃত্যুর ছয়দিন পেরিয়ে গেলেও দেশে পৌঁছায়নি প্রখ্যাত নির্মাতা, অভিনেতা, প্রযোজক, লেখক আমজাদ হোসেনের মরদেহ। থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসার বকেয়া বিলসহ মরদেহ দেশে আনার আনুষ্ঠানিকতা বাবদ প্রয়োজন ছিল প্রায় ৬১ লাখ টাকা। এর আগে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া ৪২ লাখ ৩৫ হাজার টাকা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া এবং চিকিৎসার জন্য ব্যয় হয়ে গিয়েছিল। তাই ৬১ লাখ টাকা ব্যয়ে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনতে ভোগান্তিতে ছিল তার পরিবার। শেষ পর্যন্ত সেই অর্থ জোগাড় হয়েছে। আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল বিষয়টি নিশ্চিত করে  জানিয়েছেন, আশা করা যাচ্ছে বামরুনগ্রাদ হাসপাতালের বিল পরিশোধের পর আজ আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হবে। উল্লেখ্য, ঢাকার পর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে টানা ১৬ দিন চিকিৎসার পর গত ১৪ই ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে মারা যান আমজাদ হোসেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ১৮ই নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here