নিউজবাংলা ডেস্ক:

গত রোববার (১১ অক্টোবর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল শান্ত একাদশ। সেদিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে ম্যাচও জিতেছিলেন তারা।

আজ (শনিবার) দ্বিতীয় পর্বেও প্রথম ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহ ও নাজমুল একাদশ। তবে বদলে গেছে টসভাগ্য। দুই দলের দ্বিতীয় সাক্ষাতে টস জিতেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শান্তর মতো তিনিও ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রতিপক্ষকে। অর্থাৎ টস হেরে আগে ব্যাট করতে নামবে নাজমুল একাদশ।

টুর্নামেন্টের প্রথম পর্ব শেষে পুরোপুরি সাম্যাবস্থায় ছিলো তিন দল। সবাই দুইটি করে ম্যাচ খেলে জিতেছে একটিতে, হেরেছে অন্যটি। ফলে দ্বিতীয় পর্বেই ঠিক হবে কোন দুই দল খেলবে আগামী শুক্রবারের (২৩ অক্টোবর) ফাইনাল ম্যাচে।

আজকের ম্যাচের জয়ী দল নিশ্চিতভাবেই ফাইনালের পথে এগিয়ে যাবেন অনেকদূর। আর হেরে যাওয়া দলকে অপেক্ষায় থাকতে হবে শেষ ম্যাচে ভালো ব্যবধানে জয়ের।

মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ (১২ জন)
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, ইবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান এবং সুমন খান।

নাজমুল হোসেন শান্ত একাদশ (১২ জন)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here