নিউজ বাংলা ডেস্ক:

চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা কিছুটা উন্নতির দিকে। আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেছেন, ‘পরবর্তী অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রোববার রাতে বিএসএমএমইউতে সাংবাদিকদের এসব কথা বলেন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

উপাচার্য বলেন, ‘এখন তিনি (ওবায়দুল কাদের) ডাকলে সাড়া দেন, হাত পা নাড়েন, উনার ব্লাড প্রেসারও মোটামুটি স্থিতিশীল।’

কনক কান্তি আরো বলেন, ‘সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তিন সদস্যের টিমএসেছে। তাদের সাথে আলোচনা হয়েছে। শিফট করা ঝুঁকিপূর্ণ। আগামী ২৪ ঘণ্টা আমাদের হাসপাতালে রেখে চিকিৎসা করতে চাই।’

উপাচার্য আরো বলেন, ‘মেডিকেল বোর্ডেরও মত এক। আগামী ২৪ ঘণ্টা দেখব। এখন না পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজন হলে ভবিষ্যতে পাঠাব। উনারা (সিঙ্গাপুরের চিকিৎসক) নিজেরাও বলেছেন মুভ করানো ঝুঁকিপূর্ণ।’

রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরবর্তী সময়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর এনজিওগ্রাম করা হলে কাদেরের আর্টারিতে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা। যার মধ্যে একটি ব্লক অপসারণের কথাও জানানো হয়েছিল।

রোববার সন্ধ্যার দিকে ব্রিফিংকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির পথে কিন্তু এখনো স্থিতিশীল নয়।

হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী আহসান সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের (স্বাস্থ্যের) উন্নতির ব্যাপারে আশাবাদী, কিন্তু তিনি এখনো শঙ্কামুক্ত নন। এটা সময়ের ব্যাপার।

‘ওবায়দুল কাদের চোখ মেলছেন এবং ডাকে সাড়া দিচ্ছেন’ জানিয়ে অধ্যাপক আলী আহসান বলেন, ‘যদি তার অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে আমরা বাইপাস সার্জারির দিকে যাব।’

এ সময় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়াও সাংবাদিকদের বলেন, ‘ওবায়দুল কাদের অন্যদের ডাকে সাড়া দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here