নিউজবাংলা২৪ ডেস্ক: দেশে এক দিনে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির শনাক্ত ও মৃত্যুর ঘটনা আগের দিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮১ জনের শরীরে করোনা শনাক্ত হযেছে। একই সময় মারা গেছেন ২২ জন। সব মিলিয়ে মারা গেছেন ৬৭২ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এ নিয়ে ১০ হাজার ৫৯৭ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৯ জনের জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগে ১১ হাজার ৮৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৭৯টি নমুনা।

দেশে এখন ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মানায় জোর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, নিয়ম মেনে চলুন। পানি বেশি খান। তরল খাবার ও হালকা গরম পানি খাবারে রাখুন। সতর্ক থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here