নিউজ বাংলা ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ি আমবাগ মিতালী ক্লাব এলাকায় পরিত্যক্ত ঝুট ও কার্টুনের ৮টি গুদাম পুড়ে গেছে।
বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৬টি ঝুটের গুদাম ও ২টি পুরাতন কার্টুনের গুদাম এবং সংলগ্ন ৩টি কক্ষ ও কক্ষের মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে গাজীপুর সিটি কপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুট ও কার্টুনের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটসহ মোট ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে স্থানীয় আব্দুল হাইয়ের মালিকানাধীন ঝুটের দুইটি, আবুল কালামের পুরাতন প্লাস্টিক ও ঝুটের একটি, আনোয়ার হোসেনের ঝুটের একটি, ফেরদৌসের ঝুটের একটি, জাহাঙ্গীরের ঝুটের একটি গুদাম, মোবারকের পুরাতন কাগজের একটি, হৃদয় হোসেনের কার্টুনের একটি ও সংলগ্ন তিনটি ঘর এবং মালামাল পুড়ে গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যাবে।