নিউজ বাংলা ডেস্ক : বাংলাদেশ ও জাপানের মধ্যে ৪০তম উন্নয়ন সহায়তা চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশের চারটি প্রকল্প বাস্তবায়নে ২৫০ কোটি ডলার ঋণ দেবে জাপান; যার মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৯ মে) টোকিওতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি ও ইআরডি সচিব মনোয়ার আহমেদ এই চুক্তিতে সই করেন।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উপস্থিতি ছিলেন।
এই সহায়তা চুক্তির আওতায় মাতারবাড়ি সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্প (১), ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (৫)-এ অর্থায়ন করা হবে।
ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ মে) জাপান গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সৌদি আরব ও ফিনল্যান্ড সফর করার কথা রয়েছে তার। সূত্র: বাসস।