নিউজ বাংলা ডেস্ক
পুকুরে কৈ মাছ ধরছিলেন লক্ষীপুরের রায়পুর উপজেলায় চরমোহনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড লাছার এলাকায় বাচ্চু মিয়া (৪০)। এ সময় তিনি দুইটি মাছ (কৈ মাছ) ধরেন। একটি হাতের মুঠে রাখেন অন্যটি মুখে দাঁত দিয়ে কামড়ে ধরে রাখেন।
কিন্তু দুর্ভাগ্যক্রমে মাছটি মুখের ভিতর ঢুকে গেলে তিনি অচেতন হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন।
তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ শুক্রবার ভোরে তিনি মারা যান।চর মোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান পাঠান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।