মো: হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা বাদি হয়ে বুধবার অপহরণের সাথে জড়িত ৭ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন। ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত ২৫ আগস্ট সকালে তার কন্যা সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মারিয়া খাতুন উপবৃত্তি সংক্রান্ত কাজে বিদ্যালয়ে যায়। কিন্তু সন্ধ্যারাত পেরিয়ে গেলেও তার কন্যা বাড়িতে না আসায় পরদিন তিনি থানায় জিডি করেন। পরবর্তীতে তারা জানতে পারেন, ওইদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে তপু, মেহেদি ও রনজিত কুমারসহ একদল অপহরণকারী তার কন্যাকে জোর করে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। এরপর তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বিষয়টি জানান এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অপহরণের ৮ দিন পার হয়ে গেলেও অপহৃত মেয়ে উদ্ধার না হওয়ায় পরিবারের মধ্যে খুন, গুম বা পাচারের সন্দেহ দানা বাঁধছে। ওই মামলার আইও কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনজুরুল ইসলাম জানান, নিখোঁজের পরদিন ওই ছাত্রীর অভিভাবক থানায় একটি জিডি করেছিলেন। পরবর্তীতে অপহরণের বিষয়টি জানতে পেরে তারা অভিযুক্ত ৭ জনের নামে থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শেষে ২ সেপ্টেম্বর বুধবার মামলাটি রেকর্ড করেছে। তিনি জানান, অপহৃত ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here