টিসির-হুমকি-দিয়ে-অপমান-ভিকারুন্নেসার-ছাত্রীর-আত্মহত্যানিউজ বাংলা নিজস্ব প্রতিবেদক: ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রি অধিকারীর (ইনসেটে) বাবার আহাজারি। ছবি : ফোকাস বাংলা রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর নাম অরিত্রি অধিকারী (১৫)। সোমবার  দুপুরে এ ঘটনা ঘটে। অরিত্রি আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। নিহতের বাবা দিলীপ অধিকারী জানান, মেয়ের বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল রোববার পরীক্ষা দিতে গিয়েছিল। সেখানে তার কাছ থেকে শিক্ষিকা মোবাইল সেট পায়। স্কুল শিক্ষিকা অভিযোগ করেছেন যে, অরিত্রী নকল করেছে। ওই সময়  শিক্ষিকা মোবাইল সেট রেখে দেন। এবং তার বাবা মাকে আজ বিদ্যালয়ে যেতে বলেন। পরে আজ মেয়েকে নিয়ে তাঁরা স্কুলে যান।

দিলীপ অধিকারী বলেন, ‘আমরা ভাইস প্রিন্সিপাল ও প্রিন্সিপালের রুমে গিয়ে তাদের ওই অভিযোগ শুনি। জোর হাত করে ক্ষমা চাই। মেয়েও পায়ে ধরে ক্ষমা চায়। কিন্তু তাঁরা কোনো কিছুই শুনতে না চেয়ে বের হয়ে যেতে বলেন। বলেন, বের হয়ে যান, কাল এসে টিসি নিয়ে যাবেন। এ সময় দ্রুত বাসায় চলে যায় অরিত্রি। পেছনে পেছনে আমরাও যাই। বাসায় গিয়ে দেখি সে নিজের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।পরে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন। ’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান। তিনি বলেন, ‘মেয়েটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ   মর্গে রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here