নিউজ বাংলা ডেস্ক:
ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান রচি জয়লাভ করেছেন।
এ নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল ১৮ পদে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এ ছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সহসভাপতি পদসহ নয়টি পদে জয় পেয়েছে।
শনিবার ভোরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে গাজী শাহ আলম পাঁচ হাজার ৩১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. ইকবাল হোসেন পেয়েছেন চার হাজার ৬৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের মো. আসাদুজ্জামান খান রচি চার হাজার ৭১৬ ভোট পেয়ে জয় পান। তাঁর প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. হোসেন আলী খান হাসান চার হাজার ৬৮২ ভোট পান।
এ ছাড়া সাদা প্যানেলে সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, ট্রেজারার আব্দুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মাদ জাহাঙ্গীর আলম মোল্লা, সহসাধারণ সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক আসিফ, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম কাদির, ক্রীড়া সম্পাদক মো. উজ্জ্বল মিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন খন্দকার টগর।
নীল প্যানেল থেকে সম্পাদক পদে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম দেওয়ান, গ্রন্থাগার সম্পাদক পদে মো. জিয়াউল হক জিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোরশেদা খাতুন শিল্পী জয়ী হন।
এ ছাড়া সদস্য পদে সাদা প্যানেল থেকে আয়েশা বিনতে আলী, হায়াত আল মাহমুদ জিকু, কাওছার হাসান, মো. ইব্রাহিম হোসেন, তানভীর আহমেদ সজিব, তুষার ঘোষ, মো. মাসুম মিয়া, মো. জুয়েল শিকদার ও সোহরাব হোসেন নির্বাচিত হয়েছেন।
বিএনপি–জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সদস্য পদে শাহীন সুলতানা খুকি, কাজী রওশন দিল আফরোজ, মোছা. ফারহানা আক্তার লুবনা, মেহেদী হাসান, ইব্রাহিম খলিল ও ইকবাল মাহমুদ সরকার নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ও ৭ মার্চ ভোটগ্রহণ হয়। শুক্রবার বিকেল ৩টা থেকে ভোট গণনা শুরু হয় এবং গভীর রাতে তা শেষ হয়।
mk/09/03/01